চলতি বছর বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি ৬.৫ শতাংশ হবে বলে উল্লেখ করেছেন ঢাকা সফররত বিশ্বব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসু। পরবর্তী বছর তা ৬.৭ শতাংশ হবে বলেও মনে করেন তিনি।
আজ রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 'দ্য ওয়ার্ল্ড ইকোনমি, বাংলাদেশ অ্যান্ড রিলিজিয়ন কো-অপারেশন: প্রবলেম অ্যান্ড প্রসপেক্ট' শীর্ষক গণবক্তব্যে এ কথা বলেন মি. কৌশিক। বাংলাদেশ ব্যাংক গণবক্তব্য অনুষ্ঠানের আয়োজন করে।
গতকাল রাতে ঢাকা সফরে আসেন অর্থনীতিবিদ কৌশিক বসু।
বিডি-প্রতিদিন/১৩ ডিসেম্বর ২০১৫/শরীফ