বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ বুদ্ধিজীবীরা স্বপ্ন দেখেছিলেন একটি সমৃদ্ধ বাংলাদেশ, যার আদর্শ হবে গণতন্ত্র। তাদের স্বপ্ন পূরণে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ রবিবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ কথা বলেন।
বাণীতে মির্জা ফখরুল বলেন, '১৪ ডিসেম্বর আমাদের জাতীয় জীবনে এক শোকাবহ দিন। ১৯৭১ এর মুক্তিযুদ্ধের শেষলগ্নে হানাদার বাহিনীর দোসররা এ দেশের শ্রেষ্ঠ সন্তানদের বেছে বেছে হত্যা করেছিল। পৈশাচিক সে হত্যাকাণ্ড জাতির জীবনে সৃষ্টি করেছিল এক গভীর ক্ষত।
উল্লেখ্য, আগামীকাল ১৪ ডিসেম্বর জাতি গভীর শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করবে।
বিডি-প্রতিদিন/১৩ ডিসেম্বর ২০১৫/শরীফ