বাসা-বাড়িতে কর্মরত শ্রমিক অর্থাৎ গৃহকর্মীদের সুরক্ষায় একটি নতুন নীতিমালা করতে যাচ্ছে সরকার। এতে গৃহকর্মীদের নিরাপত্তা, চাকরির নিশ্চয়তা ও বেতন-ভাতা, প্রসবকালীন ছুটি, চাকরিচ্যুতির শর্তারোপসহ বিভিন্ন বিষয় উল্লেখ করা থাকবে। 'গৃহকর্মী সুরক্ষা নীতি, ২০১৫' নামে নতুন এ নীতিমালার একটি খসড়া মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে ইতোমধ্যে পেশ করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রিসভায় অনুমোদনের জন্য তা পরবর্তী মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করার কথা রয়েছে। মন্ত্রিপরিষদের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের তৈরি করা নীতিমালার খসড়ার উদ্দেশ্যে বলা হয়েছে, দেশের ২০ লাখ গৃহকর্মীর নিরাপত্তার জন্য এ নীতিমালার প্রয়োজন। নীতিমালাটি মন্ত্রিসভার অনুমোদন পেলে গৃহকর্মীরা শ্রম আইনের অন্তর্ভুক্ত হবেন।
নীতিমালার বিষয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা জানান, ২০১০ সালে এ নীতিমালা করার কথা ছিল। খসড়া তৈরির কাজসহ বেশ কিছু কাজ করার পর তা আর এগোয়নি। অবশেষে প্রধানমন্ত্রীর নির্দেশে এক আন্তমন্ত্রণালয় বৈঠকে নীতিমালাটি মন্ত্রিপরিষদে পেশ করার সিদ্ধান্ত হয়।
বিডি-প্রতিদিন/১৪ ডিসেম্বর ২০১৫/শরীফ