বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মায়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিতে জয়নাল আবেদীন (২৩) নামে এক কাঠুরিয়া নিহত হয়েছেন। সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার আষাঢ়তলী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জয়নাল আবেদীন নাইক্ষ্যংছড়ির আষাঢ়তলী গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, সীমান্ত এলাকায় কাজের জন্য গেলে বিজিপি সদস্যরা জয়নাল আবেদীনকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তার মৃত্যু হয়।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, বিষয়টি আমি শুনেছি।
বিডি-প্রতিদিন/১৪ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ