সন্ত্রাস ও উগ্রবাদ মোকাবিলার লক্ষ্যে সৌদি আরবের নেতৃত্বে ৩৪টি দেশের সন্ত্রাসবিরোধী জোটে বাংলাদেশ যোগ দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ সকালে বিজয় দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশলাইনে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী অারো বলেন, 'জঙ্গিবিরোধী অভিযান আমাদের নতুন নয়। তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অনেক দেশই জঙ্গিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা ও তাদের নিয়ন্ত্রণে রাখতে পারেনি। আমরা তা পেরেছি।'
অনুষ্ঠানে উপস্থিত ছলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/১৬ ডিসেম্বর ২০১৫/শরীফ