২০১৬ সালের ফেব্রুয়ারি থেকে মোবাইল ফোন নিবন্ধনের জন্য বিটিআরসি নির্দেশনা দেবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
আজ বুধবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয়ে মোবাইল সিমকার্ড নিবন্ধনে আঙ্গুলের ছাপ (বায়োমেট্রিক) পদ্ধতির উদ্বোধনকালে একথা জানান তিনি।
তারানা হালিম বলেন, 'ফেব্রুয়ারি থেকে গ্রাহকের হাতের মোবাইল ফোনটিও রেজিস্ট্রেশন করতে হবে। এজন্য প্রয়োজনীয় নির্দেশনা দেবে বিটিআরসি।'
এ সময় উপস্থিত ছিলেন বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, বিভিন্ন মোবাইল অপারেটরের প্রধান নির্বাহী।
বিডি-প্রতিদিন/১৬ ডিসেম্বর ২০১৫/শরীফ