আসন্ন পৌরসভা নির্বাচনে দল মনোনীত প্রার্থীদের পক্ষে একসঙ্গে প্রচারণা চালাবে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
শনিবার বেলা ১২টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আহ্বান জানান।
এর আগে, বেলা ১১টার দিকে গুলশান কার্যালয়ে শরীক দলগুলোর মহাসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পৌর নির্বাচনের বিষয় নিয়ে শরীক দলের মহাসচিবদের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে বলে জানান মির্জা ফখরুল।
তিনি বলেন, শরীক দলের নেতারা কথা দিয়েছেন পৌর নির্বাচনে ২০ দলের প্রার্থীদের সমর্থন দেবেন। আগামী দু'একদিনের মধ্যে তারা বিএনপির প্রার্থীদের পক্ষে প্রচারণায় নামবেন।
মির্জা ফখরুল বলেন, অতীতে এই নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে ব্যর্থ হয়েছে। বর্তমানে পৌর নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন অঞ্চলে আওয়ামী লীগ প্রার্থীদের নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হওয়ায় আবারও প্রামাণিত হয়েছে এই নির্বাচন কমিশনরে অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তারপরও আমারা গণগন্ত্রের রক্ষার্থে নির্বাচনে অংশ নিচ্ছি এবং একইসঙ্গে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যথাযথ ব্যবস্থা নিতে ফের নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেন, খুব শিগগিরই বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যাবেন এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তারা তাদের মতামত সিইসির কাছে তুলে ধরবেন।
নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতারের অভিযোগ তুলে অচিরেই তাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে মুক্তির দাবি জানান বিএনপি মহাসচিব।
বিডি-প্রতিদিন/১৯ ডিসেম্বর, ২০১৫/মাহবুব