বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মাথা নষ্ট হয়ে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, তার সভাসদরা এক বলেন, তিনি আরেক কথা বলছেন। আসলে তার মাথা নষ্ট হয়ে গেছে।
‘আওয়ামী লীগ শুধু মুক্তিযুদ্ধের কথা বলে, তাদের দলে কোনো মুক্তিযোদ্ধা নেই। তাদের দেশের প্রতি কোনো মায়াও নেই। ১৯৭১ সালে তারা স্বাধীনতা চাননি, চেয়েছিলেন কেবল ক্ষমতা।'- সোমবার খালেদা জিয়ার এমন মন্তব্যের জবাবে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুর রাজ্জাকের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু প্রজন্মলীগের আলোচনা সভায় তিনি এমন্তব্য করেন।
হাছান মাহমুদ আরও বলেন, কাল (সোমবার) টেলিভিশনে তাকে (খালেদা জিয়া) দেখে মনে হচ্ছিল, তিনি ক্লান্ত ও অসুস্থ। তাই বলে পুরো বিএনপি অসুস্থ হতে পারে না। হান্নান শাহ বলেছেন, বঙ্গবন্ধুর কারণে দেশ স্বাধীন হয়েছে। তার কারণেই মিত্রবাহিনী বাংলাদেশ থেকে চলে গেছে। মওদুদ তো বইই লিখেছেন। অথচ তিনি (খালেদা জিয়া) বলছেন ভিন্ন কথা।
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ আবারও শোনার আহ্বান জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু আপসকামী হলে পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারতেন। জীবনের ঝুঁকি নিয়ে তাকে জেলে যেতে হতো না, ফাঁসির আসামি হতে হতো না।
আওয়ামী লীগের সাবেক এই মন্ত্রী আরও বলেন, সম্ভবত তার (খালেদা জিয়া) কাছে জামায়াত মুক্তিযোদ্ধাদের দল। যে দল মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছে, নির্বিচারে মানুষ হত্যা করেছে, সেই জামায়াতের সঙ্গেই জোট বেঁধেছেন তিনি। আর জামায়াত তো পাকিস্তানের পক্ষে অস্ত্র ধরেছে। সেজন্যই খালেদা জিয়ার কাছে সম্ভবত জামায়াতই মুক্তিযুদ্ধের দল।
আয়োজক সংগঠনের সভাপতি জাকির আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
বিডি-প্রতিদিন/২২ ডিসেম্বর, ২০১৫/মাহবুব