দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের স্বার্থ বিরোধী তৎপরতায় লিপ্ত থাকার অভিযোগে স্থানীয় পর্যায়ের তিন নেতাকে বহিষ্কার এবং একজনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার সন্ধ্যায় দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান।
বহিষ্কৃত নেতারা হলেন- রাজশাহী জেলাধীন নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের সিদ্দিকী এবং হবিগঞ্জ জেলাধীন শায়েস্তাগঞ্জ পৌর যুবদল সভাপতি হাজী আবদুল মজিদ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই অভিযোগে চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাসের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একইসঙ্গে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে জানাতে বলা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৪ ডিসেম্বর, ২০১৫/মাহবুব