নতুন বেতন কাঠামোতে বৈষম্যের অভিযোগ তুলে লাগাতার কর্মবিরতিতে যাওয়া পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনার পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, দু’পক্ষের মধ্যে আলোচনা এগিয়ে যাচ্ছে। আশা করি, বিদ্যমান সমস্যার সমাধান হবে।
মঙ্গলবার বিকেলে সচিবালয়ে নিজ দফতরে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ ও মহাসচিব অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী।
প্রায় এক ঘণ্টা বৈঠকের পর শিক্ষামন্ত্রী অপেক্ষমাণ সাংবাদিকদের বলেন, ‘খুবই খোলামেলা আলোচনা হয়েছে। কীভাবে এ সংকট কাটিয়ে ওঠা যায়। আমরা এগোচ্ছি, আমরা খুবই আশাবাদী। একটা সুষ্ঠু সমাধানে যাওয়ার জন্য যে কার্যক্রম নেওয়া দরকার, সে কার্যক্রমটা আজকের আলোচনায় আরও এগোল।
বিডি-প্রতিদিন/১২ জানুয়ারি, ২০১৫/মাহবুব