টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের দুই বছর পূর্তিতে মঙ্গলবার দেশবাসীর উদ্দেশ্যে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ জাতিকে হতাশ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি।
বুধবার দুপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা বলেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি।
মির্জা ফখরুল বলেন, জাতি এক নিদারুণ সঙ্কট কাল অতিক্রম করছে। জনগণ আশা করেছিল প্রধানমন্ত্রীর বক্তব্যে সেই সঙ্কট উত্তরণে সুনির্দিষ্ট দিক নির্দেশনা থাকবে। কিন্তু সেটি হয়নি। তিনি রুটিন মাফিক বক্তব্যই দিয়েছেন। এতে গোটা জাতি হতাশ হয়েছে।
তিনি আরও বলেন, ‘অর্থনৈতিক উন্নয়ন, প্রবৃদ্ধি, সাম্প্রদায়িক সম্প্রীতি, গণতন্ত্র চর্চা সম্পর্কে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন বাস্তবতার সঙ্গে তার কোনো মিল নেই।'
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, সহ-প্রচার সম্পাদক ইসরান সালেহ প্রিন্স, সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম, আসাদুল করিম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/১৩ জানুয়ারি, ২০১৬/মাহবুব