সম্পদ বিবরণী দাখিল না করার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর হাকিম শামসুল আরেফিনের আদালতে চার্জশিট দাখিল করা হয়। এর আগে, গত ১৪ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়।
সম্পদ বিবরণীর নোটিশ জারির পর কমিশনে নির্দিষ্ট সময়ে সম্পদের হিসাব দাখিল না করার অপরাধে ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ধারায় ২০১৪ সালের ৩০ জানুয়ারি রাজধানীর রমনা থানায় দুদকের উপ-পরিচালক আর কে মজুমদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
বিডি-প্রতিদিন/১৯ জানুয়ারি, ২০১৬/মাহবুব