ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় প্রার্থীরা প্রতীক বরাদ্দের আগে প্রতীক নিয়ে প্রচারণা চালাতে পারবেন না বলে জানিয়েছে দিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ।
মঙ্গলবার দুপুরে রাজধানীর আগাঁরগাওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
শাহ নেওয়াজ বলেন, ইউপি নির্বাচনের বিধি এমনভাবে সংশোধন করা হয়েছে যাতে স্বতন্ত্র প্রার্থীরা বৈষম্যের শিকার না হন। কারণ প্রতীক বরাদ্দের আগে প্রচারণা চালালে বৈষম্যের সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, ইতিমধ্যে ইউপি নির্বাচনের আচরণ বিধির চূড়ান্ত খসড়া করা হয়েছে। আগামী দুই একদিনের মধ্যেই আইন মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হবে। তারপর মন্ত্রণালয় থেকে ভেটিং করে পাঠালেই তা চূড়ান্ত করে খসড়া প্রকাশ করা হবে।
শাহ নেওয়াজ আরও জানান, ইউপিতে চেয়ারম্যান পদে প্রার্থী হতে হলে নির্দিষ্ট ভোটারের সমর্থন লাগবে না। এ ছাড়া হলফনামা এবং ট্যাক্স আইডেন্টিফিকেশনও (টিআইএন) লাগবে না।
বিডি-প্রতিদিন/১৯ জানুয়ারি, ২০১৬/মাহবুব