প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাস পাওয়ার পর নিজেদের মধ্যে আলোচনা করে কর্মবিরতি কর্মসূচির আপাতত স্থগিত করেছেন আন্দোলনরত বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বৈঠকের পর ফেডারেশনের সাধারণ সম্পাদক এ এস এম মাকসুদ কামাল সাংবাদিকদের একথা বলেন।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন। তার কথায় আমাদের আস্থা রয়েছে। কর্মবিরতি কর্মসূচি আমরা স্থগিত করেছি। কাল থেকে আমরা ক্লাসে যাব।”
এই ঘোষণার মধ্যদিয়ে টানা নয়দিন বন্ধ থাকার পর বুধবার সচল হতে যাচ্ছে বাংলাদেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়। বেতন কাঠামোর বৈষম্য নিরসনের দাবিতে গত ১১ জানুয়ারি কর্মবিরতি শুরু করেছিলেন শিক্ষকরা।
সোমবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই ফেডারেশনের নেতারা কর্মসূচি থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছিলেন। তবে বলেছিলেন, নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন তারা। মঙ্গলবার আলোচনার পর তাই ফেডারেশনের সাধারণ সম্পাদক এ এস এম মাকসুদ কামাল শিক্ষকদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন।
গত মাসে অষ্টম বেতন কাঠামোর গেজেট প্রকাশের পর আন্দোলন জোরদার করেন আগে থেকে এনিয়ে আপত্তি জানিয়ে আসা বিশ্ববিদ্যালয় শিক্ষকরা।
টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিল করার বিরোধিতা করছিলেন তারা। পাশাপাশি জ্যেষ্ঠ সচিবদের সমান গ্রেডে উন্নীত না হওয়ার সুযোগ না থাকাকে মর্যাদাহানি হিসেবে দেখছিলেন তারা।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সভাপতি অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেছিলেন, “উনি আমাদের আশ্বস্ত করেছেন। উনি বলেছেন, উনি নিজে বিষয়টা দেখবেন।”
বিডি-প্রতিদিন/১৯ জানুয়ারি, ২০১৬/মাহবুব