অবৈধ বসবাসের অভিযোগে মালদ্বীপে কমপক্ষে ২০ বাংলাদেশি শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে রাজধানী শহর মালের একটি বাজার থেকে তাঁদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে দেশটির হ্যাভীরু অনলাইন।
প্রতিবেদনে বলা হয়, যেসব বাজারে শুধু মালদ্বীপে উৎপাদিত পণ্য বিক্রি করা হয়, সেগুলোতে স্থানীয়দের কাজ করার অনুমতি দেয়া হয়। তবে অনেক দোকানেই অবৈধভাবে প্রবাসী শ্রমিকরা কাজ করে থাকেন।
অভিবাসন বিভাগের এক কর্মকর্তার বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, দেশটিতে বসবাস করা অবৈধ অভিবাসীদের গ্রেফতার অভিযানের অংশ হিসেবে এই বাংলাদেশিদের গ্রেফতার করা হয়েছে। তাঁদের কারো কাছেই মালদ্বীপে বসবাসের বৈধ কাগজপত্র নেই। তবে ঠিক কতজনকে গ্রেফতার করা হয়েছে, সে সম্পর্কে অভিবাসন বিভাগ সঠিক কোনো তথ্য দেয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মালের একটি বাজার থেকে বৃহস্পতিবার সকালে কমপক্ষে ২০ জনকে গ্রেফতার করে পুলিশ। এরপর অবৈধ এসব শ্রমিককে মালের পাশের দ্বীপ হুলহুমালের একটি বিশেষ কেন্দ্রে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/২২ জানুয়ারি, ২০১৬/মাহবুব