এবার নির্বাচন কমিশন গঠনে প্রস্তাব তুলে ধরবে বাংলাদেশের জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। শনিবার সকালে দলের প্রস্তাব তুলে ধরবেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। এর আগে বিএনপির দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচন কমিশন গঠনে প্রস্তাবাবলী উপস্থাপন করেন।
জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় জানান, "শনিবার সকাল সাড়ে ১০টায় গুলশান ১ এ ইমানুয়েলস কনভেনশন (নতুন) সেন্টারে (জব্বার টাওয়ারের পিছনে) জাতীয় পার্টির পক্ষ থেকে 'নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া এবং নির্বাচন পদ্ধতির সংস্কার প্রস্তাব' সম্পর্কিত এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই সংবাদ সম্মেলনে উল্লেখিত বিষয়ে প্রস্তাবনা পেশ করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।"
বিডি-প্রতিদিন/২৫ নভেম্বর, ২০১৬/তাফসীর-৯