কিউবার সাবেক প্রেসিডেন্ট ও বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ত্রোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গভবনের এক শোকবার্তায় বলা হয়, ফিদেল ক্যাস্ত্রোর মৃত্যু বিশ্ব রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি। শোষিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার সংগ্রামের কথা বিশ্ববাসী আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিউবার এই কিংবদন্তি নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং জানায়, শোকবার্তায় প্রধানমন্ত্রী ফিদেল ক্যাস্ত্রোর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাদের শোকবার্তায় কিউবার জনগণ ও সরকারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। ৯০ বছর বয়সে স্থানীয় সময় অনুযায়ি শুক্রবার মারা যান সমাজতান্ত্রিক কিউবার প্রতিষ্ঠাতা ফিদেল ক্যাস্ত্রো। বাংলাদেশের স্বাধীনতার পক্ষে দাঁড়ানো এই কমিউনিস্ট নেতার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের।
বিডি প্রতিদিন/২৬ নভেম্বর ২০১৬/হিমেল