নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের জন্য একটি কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠন করেছে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে প্রধান সমন্বয়ক ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়।
নাসিকের মেয়র পদে দলীয় প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের পক্ষে প্রচার প্রচারণার জন্য এই কমিটি করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসিচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী কমিটি গঠনের বিষয়টি সাংবাদিকদের জানান।
কমিটির সদস্য হিসাবে রয়েছেন-যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবীর খোকন, ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল।
এছাড়া দলীয় গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির সকল অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটির সদস্য হিসাবে অন্তর্ভুক্ত থাকবেন বলেও জানান রিজভী।
বিডি প্রতিদিন/ ২৯ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১৭