বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজি ও করফাঁকির মোট পাঁচটি মামলার স্থগিতাদেশ তুলে নিয়েছেন হাইকোর্ট। এর মধ্যে চাঁদাবাজির তিন মামলায় আগামী এক মাসের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল-হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ আদেশের ফলে বিচারিক আদালতে মামলা পাঁচটির বিচারিক কার্যক্রম চলবে বলে জানিয়েছেন আইনজীবীরা।
এদিন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যার্টনি জেনারেল তাপস কুমার বিশ্বাস। তারেকের আইনজীবী মাহবুব উদ্দিন খোকন আদালতে গেলেও আইনের দৃষ্টিতে তার মক্কেল পলাতক থাকায় তিনি শুনানির সুযোগ পাননি।
এর আগে, ২০০৭ সালে তারেক রহমানের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ, কাফরুল ও গুলশান থানায় চাঁদাবাজির তিনটি ও নিম্ন আদালতে করফাঁকির দু’টিসহ ওই পাঁচটি মামলা দায়ের করা হয়।
বিডি-প্রতিদিন/২৯ নভেম্বর, ২০১৬/মাহবুব