নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ আলোচিত সাত খুনের মামলার রায় ঘোষণার জন্য আগামী ১৬ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন রায়ের এ দিন ধার্য করেন।
এদিন র্যাব-১১ এর সাবেক কর্মকর্তা মো. মাসুদ রানা, এএসআই বজলুর রহমান, সৈনিক আসাদুজ্জামান নূরের পক্ষে তাদের আইনজীবীরা আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন।
নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওয়াজেদ আলী খোকন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাত খুনের দুটি মামলায় গ্রেফতারকৃত ২৩ ও পলাতক ১২ আসামির সবার যুক্তিতর্ক শেষ হওয়ায় আদালত রায় ঘোষণার এ দিন ধার্য করেন।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাসহ সাতজনকে অপহরণ করা হয়। ঘটনার তিনদিন পর ছয়জনের লাশ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়। এর একদিন পর অপরজনের লাশও একই স্থানে পাওয়া যায়।
এ ঘটনায় নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে একটি এবং চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে অপর একটি মামলা ফতুল্লা মডেল থানায় দায়ের করেন। প্রায় এক বছর তদন্ত শেষে ৩৫ জনকে আসামি করে ২০১৫ সালের ৮ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
বিডি-প্রতিদিন/৩০ নভেম্বর, ২০১৬/মাহবুব