চুয়াডাঙ্গার দর্শনা আর্ন্তজাতিক রেল স্টেশনের অদূরে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-কলকাতা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে দর্শনা স্টেশন থেকে একশ গজ দূরে রেলক্রসিংয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে, এ ঘটনায় দর্শনা-মুজিবনগর সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ৮টার দিকে দর্শনা স্টেশন বন্দর থেকে ছেড়ে আসা ভারতগামী মালবাহী ওই ট্রেনটি দর্শনা পুরাতন বাজার রেলক্রসিংয়ের কাছে পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। এতে কলকাতার সঙ্গে ঢাকা রুটের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
দর্শনা আর্ন্তজাতিক স্টেশন মাস্টার মীর লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী ট্রেনের জন্য খবর দেওয়া হয়েছে। উদ্ধারকারী ট্রেন এসে পৌঁছালেই উদ্ধারকাজ শুরু হবে।
বিডি-প্রতিদিন/ ৩০ নভেম্বর ২০১৬ / সালাহ উদ্দীন