প্রতিবছর বিশ্ববাসীর সাথে বাংলাদেশেও বিশ্ব এইডস দিবস পালিত হয়। এই বছর দিবসটি উপলক্ষে ‘আসুন ঐক্যের হাত তুলি, এইচআইভি প্রতিরোধ করি’ প্রতিপাদ্যে সকাল ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে একটি র্যালির আয়োজন করা হবে।
বিশ্ব এইডস দিবস উপলক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে এইডস রোগে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় পাঁচশ। আর বিশ্বে এইচআইভি এইডসে আক্রান্ত ৪০ শতাংশ লোক এখনো এ রোগ সম্পর্কে অজ্ঞাত। বিশ্বে এই রোগীর সংখ্যা ১৪ মিলিয়নের বেশি। এর মধ্যে কমপক্ষে এক মিলিয়ন বা ১০ লাখ এইডস আক্রান্ত মানুষ এ রোগের চিকিৎসার বাইরে রয়েছেন। যারা উচ্চমাত্রার এইচআইভি সংক্রমণের ঝুঁকিতে রয়েছেন।
বিগত এক বছরে বাংলাদেশে নতুন ৪৬৯ জন এইচআইভি-এইডস রোগী শনাক্ত করা হয়েছে। আর এ রোগ আক্রান্ত হয়ে ৯৫ জন মারা গেছে। বাংলাদেশে এইচআইভিতে আক্রান্ত লোকের সংখ্যা ৯ হাজার ৫শ জন। স্বাস্থ্য অধিদপ্তরের ন্যাশনাল এইডস-এসটিডি প্রোগ্রাম (এনএএসপি) এই তথ্য জানিয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার