বাংলাদেশের বিমানবাহিনী এখন অনেক শক্তিশালী এবং আকাশপথকে সর্বদা শত্রুমুক্ত রাখতে সক্ষম। তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের আরো সজাগ থাকতে হবে। আজ সকালে রাজধানীর কুর্মিটোলায় বিমান বাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটিকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০০০ সালে বিমান বাহিনীর জন্য মিগ-২৯ যুদ্ধ বিমান কেনা হয়। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দেশে একটি শক্তিশালী বিমান বাহিনী গঠন করার। আমরা আজ সেটি করতে সক্ষম হয়েছি।
বিমানবাহিনীর সদস্যরা নিজেদের পেশাগত দক্ষতা বাড়ানোর মাধ্যমে আদর্শ সৈনিকে পরিণত হয়ে মানব সেবায় নিয়োজিত হতে, তাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
বিডি প্রতিদিন/এ মজুমদার