সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমানে দেশে নিবন্ধিত যন্ত্রচালিত গাড়ির সংখ্যা ২৮ লাখ ২২ হাজার ৮২৪টি। এর মধ্যে ফিটনেসবিহীন গাড়ি ৬ লাখ ২ হাজার ২৬২টি। ইতোমধ্যে ১০ হাজার ৭৫২টি ফিটনেসবিহীন গাড়ির রেজিস্টেশন বাতিল করা হয়েছে।
রবিবার দশম জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে মো. ফরিদুল হক খানের (জামালপুর-২) লিখিত প্রশ্নের উত্তরে তিনি সংসদকে এ তথ্য জানান।
এদিকে, মমতাজ বেগম (মানিকগঞ্জ-২) এর লিখিত প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, রাজধানীর যানজট নিরসন ও নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষে ২০ বছরের অধিক পুরাতন বাস-মিনিবাস এবং ২৫ বছরের অধিক পুরোনো পণ্যবাহী যানবাহন ঢাকায় চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া যান্ত্রিক ক্রুটিপূর্ণ, রংচটা, চলটা ওঠা ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/০৪ ডিসেম্বর, ২০১৬/মাহবুব