আগামী বছর (২০১৭) ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধ্বে ভারত সফরের ইচ্ছে প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার গণভবনে প্রধামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর। এরপর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধ্বে প্রধানমন্ত্রী ভারত সফরের ইচ্ছা প্রকাশ করেছেন। এখন দুই দেশের কর্মকর্তারা বসে তা ঠিক করবে।”
আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও আগামী ১৮ ডিসেম্বর শেখ হাসিনার নয়া দিল্লি সফরের কথা ছিল। কিন্তু তা স্থগিতের কথা দুদিন আগেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছিলেন।
গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা করেন এম জে আকবর। এর মধ্যে হাঙ্গেরি সফরের সময় তুর্কমেনিস্তানে বিমানের জরুরি অবতরণের বিষয়টিও। এনিয়ে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন বলেও জানান প্রেস সচিব ইহসানুল করিম।
বিডি-প্রতিদিন/১০ ডিসেম্বর, ২০১৬/মাহবুব