নৌ বাহিনীর কর্মকর্তা কমোডর এম জাহাঙ্গীর আলমকে পায়রা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি আদেশ জারি করে।
জাহাঙ্গীর আলম নৌ বাহিনী সদর দফতরের পূর্ত পরিদফতরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে তার চাকরি নৌপরিবহন মন্ত্রণালয়ে ন্যাস্ত করা হয়।
পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য (অপারেশন) কমোডর মো. সাইদুর রহমান এতদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ