অবকাশ চলাকালে দুই বিচারকের মৃত্যুতে সোমবার সুপ্রিম কোর্টে ছুটি ঘোষণা করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
সোমবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের নামাজে জানাজা শেষে শ্রদ্ধা জ্ঞাপন করে তিনি এ ঘোষণা দেন।
এর আগে, এদিন সকাল সাড়ে ১০টার দিকে বজলুর রহমানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ড. কামাল হোসেনসহ সিনিয়র আইনজীবীরা জানাজায় অংশ নেন।
সুপ্রিম কোর্টে জানাজার পর হেলিকপ্টার যোগে বজলুর রহমানের লাশ নিয়ে চাঁপাইনবাবগঞ্জে রওনা হয় তার পরিবার। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
জানাজা শেষে প্রধান বিচারপতি বলেন, বিচারকাজে কর্মরত বিচারপতি বজলুর রহমান এবং বিচারপতি জে এন দেব চৌধুরী মারা যান। তাই তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ ছুটি ঘোষণা করা হলো।
প্রসঙ্গত, রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আপিল বিভাগের বিচারপতি বজলুর রহমান। এর আগে, গত ১৫ ডিসেম্বর রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিচারপতি জে এন দেব চৌধুরী।
বিডি-প্রতিদিন/০২ জানুয়ারি, ২০১৬/মাহবুব