বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংস্থাপন প্রতিমন্ত্রী মো. নূরুল হুদা হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তিনি নিউইয়র্কের উইল কর্ণেল প্রেসবাইটেরিয়ান হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।
নূরুল হুদার স্ত্রীপক্ষের আত্মীয় আসিক জানান, ১০/১২ দিন পূর্বে আমেরিকায় থাকা ছেলে সানভির হুদাকে দেখতে সেখানে যান নূরুল হুদা। মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে হঠাৎ তিনি মাথা ঘুরে পড়ে যান। সাথে সাথে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে রেখেছেন।
আসিক জানান, তার ফুপা নূরুল হুদার শ্বাসকষ্টের সমস্যা আছে। ফুসফুস অক্সিজেন নিতে পারছে না। এছাড়া বার্ধক্যজনিত সমস্যা রয়েছে।
নূরুল হুদার সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।
বিডি-প্রতিদিন/এস আহমেদ