দুর্নীতির ধারণা সূচকে উন্নতি হয়েছে বাংলাদেশের। ধারণা সূচকে বর্তমানে বাংলাদেশের অবস্থান ১৫তম। গতবারের থেকে এবার দুই ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। জার্মানির বার্লিনভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) কর্তৃক ২০১৭ এ প্রকাশিত দুর্নীতির ধারণা সূচক থেকে এ তথ্য পাওয়া গেছে। আজ আন্তর্জাতিকভাবে ২০১৬ সালের দুর্নীতির এই সূচক প্রকাশ করা হয়।
সূচকে শূন্য থেকে ১০০ পয়েন্ট ধরে দেশগুলোর অবস্থান নির্ণয় করা হয়েছে। কোনো দেশের পয়েন্ট শূন্য হলে সে দেশটি হবে চূড়ান্ত দুর্নীতিগ্রস্ত দেশ। আর কোনো দেশের পয়েন্ট ১০০ হলে ওই দেশটি সর্বোচ্চ পরিছন্ন দেশ হিসেবে স্বীকৃতি পাবে টিআই থেকে। ২০১৬ সালে সূচকের এই তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪৫ তম। বাংলাদেশের পয়েন্ট হচ্ছে ২৬। সূচকে হিসেবে বিশ্বের ১৭৬ দেশের মধ্যে বাংলাদেশ ১৫ তম 'দুর্নীতিগ্রস্ত' দেশ।
১০ পয়েন্ট পেয়ে শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় রয়েছে আফ্রিকান দেশ সোমালিয়া। অন্যদিকে ৯০ পয়েন্টে নিউজিল্যান্ড ও ডেনমার্ক যৌথভাবে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে শীর্ষ অবস্থানে আছে। তবে প্রকাশিত এ সূচকে কোনো দেশই ১০০ পয়েন্ট অর্জন করতে পারেনি।
বিডি প্রতিদিন/২৫ জানুয়ারি ২০১৭/হিমেল