রোভার স্কাউটের সর্ববৃহৎ সমাবেশ জাতীয় রোভার মুট-এর আনুষ্ঠানিক উদ্বোধন করতে বৃহস্পতিবার গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর আগমন ও অনুষ্ঠানকে সফল করতে ইতোমধ্যেই সব ধরণের প্রস্তুতির পাশাপশি কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে মানিকদাহ হাউজিংএ একাদশ জাতীয় রোভার মুট এর বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিবেন এবং সেখান থেকে দুপুরে টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী।
টুঙ্গিপাড়ায় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিবেন। ওই দিন তিনি টুঙ্গিপাড়ায় নিজ বাস ভবনে রাত্রি যাপন করবেন। শুক্রবার বেলা আড়াইটায় প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া থেকে হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
বিডি প্রতিদিন/২৫ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম