সংবিধান অনুযায়ী সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে মন্তব্য করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, সংবিধানে যা আছে ঠিক সেভাবে নির্বাচন হতে হবে। সংবিধানের এক চুলও ব্যতয় ঘটানো যাবে না।সংবিধান অনুযায়ী সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আজ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় তিন নেতার মাজারে পুষ্পস্তবক অর্পণের পর এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, সোহরাওয়ার্দী সাহেব রাজনীতিকে ব্রত হিসেবে নিয়েছিলেন। তিনি কখনও ড্রয়িং রুমের রাজনীতি করেননি। তিনি প্রথমে শ্রমিকদের রাজনীতি করেছেন। জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ আব্দুল জলিলের সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আক্তারুজ্জামান ও অ্যাডভোকেট সামছুল হক টুকু প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার