স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জাতীয় চার নেতা জীবন দিয়ে প্রমাণ করেছে তারা বঙ্গবন্ধু ছাড়া কিছু বুঝেন না। আজ বঙ্গবন্ধু কন্যার ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজেও পাশে থেকে কাজ করছেন জাতীয় চার নেতার সন্তানরা।
বুধবার গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এক কর্মশালায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে এই জাতীয় চার নেতার সন্তানরা মুখ্য ভূমিকা রাখছে বলেও জানান মোহাম্মদ নাসিম।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক স্বারাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গতাজ পুত্র তানজিম আহমদ সোহেল তাজ ও বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি প্রমুখ।
বিডি-প্রতিদিন/২৬ ডিসেম্বর, ২০১৭/মাহবুব