ঘন কুয়াশার কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। রবিবার দিবাগত রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন কাঁঠালবাড়ী ফেরি ঘাটের দায়িত্বরত সিনিয়র টার্মিনাল সুপারিনটেন্ডেন্ট মো. জাহিদ। এদিকে দীর্ঘসময় ফেরি পারাপার বন্ধা থাকায় ঘাটে সৃষ্টি হয়েছে পরিবহনের দীর্ঘ লাইন।
তিনি জানান, রাতে কুয়াশা বাড়তে থাকায় কয়েকটি ফেরি মাঝ পদ্মায় নোঙর করে রাখা হয়। পরে দুর্ঘটনা এড়াতে রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশা কমে গেলে আবার ফেরি চলাচল শুরু হবে।
বিডি প্রতিদিন/১৫ জানুয়ারি ২০১৮/হিমেল