তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, রাজনৈতিক অঙ্গনে যুগান্তকারী পরিবর্তন আনবে 'আমারএমপিডটকম'।
রাজধানীর আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারের মিলনায়তনে মঙ্গলবার সকালে আমারএমপিডটকমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
এসময় মন্ত্রী বলেন, 'সংসদে আমারা যে বক্তব্য দিচ্ছি এখানে তিনশ’ মানুষ শুনছেন। কিন্তু এটা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভ করলে সাথে সাথেই ৩০ হাজার মানুষের কাছে পৌঁছে দেয়া সম্ভব।'
এসময় পররাষ্ট্রমন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দিপু মনি বলেন, 'আমারএমপিডটকমের মাধ্যমে সরাসরি যোগাযোগ করা সম্ভব। নাগরিক সেবা আজ হাতের মুঠোয়। জনগণের সাথে আমাদের যত বেশি সংযোগ হবে আমরা ততবেশি আমাদের দায়িত্ব পালনে সুবিধা করতে পারবো।'
এ সময় উপস্থিত ছিলেন সারাদেশ থেকে আগত সংসদ সদস্যরা এবং আমারএমপিডটকমের অ্যাম্বাসেডররা।
বিডিপ্রতিদিন/ ১৬ জানুয়ারি, ২০১৮/ ই জাহান