ভোটের চার দিন আগে প্রধান নির্বাচন কমিশনারের কাছে নানা অভিযোগ জানাতে গিয়ে আলোচনার মাঝখানেই বেরিয়ে আসার (ওয়াকআউট) পর জরুরি বৈঠকে বসছেন জাতীয় ঐক্যফ্রন্টের সিনিয়র নেতারা। মঙ্গলবার সন্ধ্যা ৭টার পর বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠকটি শুরু হয়।
বৈঠকে বিএনপি নেতৃতাধীন ২০ দলের নেতারাও উপস্থিত রয়েছেন বলে জানিয়েছেন চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।
জানা যায়, দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের ‘উত্তপ্ত সভা’র পর আলোচনার মাঝখানেই বেরিয়ে আসেন ঐক্যফ্রন্টের নেতারা। এরপর সন্ধ্যায় এই বৈঠক ডাকা হয়েছে।
বৈঠকে ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর
আবদুল কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টুসহ শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম