নতুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, গত ১০ বছরে ভালো প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। আর সেটা এ বছর ৮.৫ শতাংশ প্রবৃদ্ধি ছাড়িয়ে যাবে। সোমবার শপথ নেওয়ার পর তিনি এই কথা জানান।
বিকালে বঙ্গভবনের দরবার হলে শপথগ্রহণ করেন সাবেক পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
গত ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়লাভ করেন তিনি।
বিডি প্রতিদিন/০৭ জানুয়ারি ২০১৯/আরাফাত