মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেছেন, জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বিশ্বাস রেখে আমাকে দায়িত্ব দিয়েছেন, তা রক্ষায় সততা, স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে পালন করবো। দেশকে সোনার বাংলায় প্রতিষ্ঠিত করতে তার সঙ্গে কাজ করে যাবো।
আজ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কার্যভার গ্রহণের পর তিনি এসব কথা বলেন। মন্ত্রণালয়ে প্রথম কার্যদিবসে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান কর্মকর্তা-কর্মচারীরা।
প্রতিমন্ত্রী আরও বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে কোন ধরনের দুর্নীতি ও অস্বচ্ছতা সহ্য করা হবে না। কেউ অনৈতিক তদবির নিয়ে এলেও তা প্রশ্রয় দেওয়া হবে না।
বিডি প্রতিদিন/এ মজুমদার