বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ (টিটিসি) প্রতিষ্ঠার ২৭ বছরেও সরকারের কাছ থেকে কোনোরূপ আর্থিক সহযোগিতা পায়নি। এখানে কর্মরত শিক্ষকরা নামমাত্র বেতনে মাধ্যমিক স্তরের শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন। এজন্য বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজকে সরকারের জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় অন্তর্ভুক্ত করাসহ পাঁচ দফা দাবি মেনে নেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান তারা।
জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে আজ অনুষ্ঠিত ‘বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ এমপিওভুক্তি দাবির যৌক্তিকতা’ শীর্ষক সভায় তারা এসব দাবি জানান।
কিশোরগঞ্জ টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যক্ষ মো. রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ ড. মুহাম্মদ নজরুল ইসলাম খান, প্রফেসর ফাতেমা খাতুন, অধ্যক্ষ আল মুজাহিদ ফকির, অধ্যক্ষ শিলা বার্ণাডেট গমেজ, উপাধ্যক্ষ মো. বাবুল হোসেন, অধ্যক্ষ সুলতানা সাজিদা ইয়াসমিন, অধ্যক্ষ শাহিদা খাতুন, অধ্যক্ষ আবদুস সামাদ, অধ্যক্ষ আবুল হোসেন, অধ্যক্ষ আবুল খায়ের মুকুল, অধ্যক্ষ কামরুজ্জামান, অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, অধ্যক্ষ হামিদা আক্তার, অধ্যক্ষ ফাতেমা বেগম, অধ্যক্ষ হুমায়ুন কবির, এবিএম আবদুস সোবহান প্রমুখ।
বেসরকারি টিটিসির কেন্দ্রীয় সভাপতি নজরুল ইসলাম খান বলেন, এমপিওর দাবি আদায়ের লক্ষে প্রধানমন্ত্রীসহ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ে আমরা আবেদন নিবেদন করে চলেছি। আগামী ২১ শে ফেব্রুয়ারির মধ্যে দাবি আদায় না হলে ২৪ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবো।
বিডি প্রতিদিন/এ মজুমদার