শৈত্যপ্রবাহ উঠে গেলেও গত কয়েকদিনের মতো আজও সূর্যের দেখা মেলেনি। দেশজুড়ে এখনও রয়েছে কনকনে ঠাণ্ডা। যদিও শীত আজ কিছুটা কম অনুভূত হচ্ছে। আশার কথা হচ্ছে, আগামীকাল সোমবার থেকে তাপমাত্রা বাড়বে, উন্নতির দিকে যাবে শৈত্য পরিস্থিতি।
তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। গত শুক্রবার মৃদু শৈত্যপ্রবাহ থাকলেও শনিবার তা কেটে যায়। তবে মৃদু শৈত্যপ্রবাহ উঠে গেলেও সারা দেশে কনকনে শীত রয়েছে আজও। বেশির ভাগ জেলায় সূর্যের দেখা মিলছে না।
আবহাওয়াবিদ বজলুর রশীদ গণমাধ্যমকে বলেন, দিনের তাপমাত্রা যদি বেশি থাকত, তাহলে রাতের তাপমাত্রা কিছুটা বাড়ত। যেহেতু দিনের বেলায় সূর্যের আলো দেখা যাচ্ছে না; ফলে রাতেও সমানভাবে ঠাণ্ডা অনুভূত হচ্ছে। তিনি বলেন, শুক্রবার পর্যন্ত মৃদু শৈত্যপ্রবাহ ছিল। তবে শনিবার তা কেটে গেছে। রবিবার পর্যন্ত কনকনে শীত থাকবে। অবস্থার উন্নতি হবে সোমবার থেকে।
আবহাওয়া অধিদফতর সূত্র জানিয়েছে, এক দিনের ব্যবধানে রাজধানী বাদে দেশের বেশির ভাগ এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে। তবে কুয়াশার কারণে সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না। এতে শীতের অনুভূতি কমেনি। আজ রবিবারও তাপমাত্রা আরও বাড়তে পারে বলে সূত্র জানায়।
বিডি প্রতিদিন/কালাম