আগামী ১৫ দিনের মধ্যে পাটকল শ্রমিকদের নতুন মজুরি কাঠামো অনুযায়ী পে স্লিপ (মজুরি কমিশন) দেওয়া হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গাজী গোলাম দস্তগীর।
বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে পাটকল শ্রমিকদের আন্দোলনের মধ্যে বৃহস্পতিবার রাতে পাটকল শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ফার্মগেটের জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। এতে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ছাড়াও শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান ছাড়াও দুই মন্ত্রণালয়ের সচিব সভায় উপস্থিত ছিলেন। এছাড়া বৈঠকে পাটকল শ্রমিক নেতা, সিবিএ, নন-সিবিএ সংগঠনের প্রায় ৫০ জন অংশ নেন।
জানা গেছে, বৈঠক চলাকালীন রাত ৮টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ফোন আসে বস্ত্র ও পাট সচিবের কাছে। এই সময় বস্ত্র ও পাটমন্ত্রী গাজী গোলাম দস্তগীর বক্তব্য রাখছিলেন। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয় আগামী ১৫ দিনের মধ্যে মজুরি কমিশন দিয়ে দেয়া হবে, যেটা পে স্লিপ নামে পরিচিত। এরপর বস্ত্র ও পাটমন্ত্রী গণভবন থেকে আসা নির্দেশনাটি ঘোষণা করেন তার বক্তব্যের মাঝে।
বিডি-প্রতিদিন/মাহবুব