নিরাপত্তার চাদরে ঢাকা টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান। আগামীকাল রবিবার আখেরি মোনাজাত। প্রচণ্ড শীত উপেক্ষা করে লাখ লাখ মুসল্লির ঢল এখন ময়দানমুখি। যারা ময়দানে জায়গা পাননি তারা সড়ক মহাসড়কে অবস্থান নিয়েছেন। আবার অনেকে বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও ময়দানের আশপাশে খালি জায়গায় চট কিংবা বিভিন্ন সামানা বিছিয়ে অবস্থান নিচ্ছেন। আগত মুসল্লিদের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর হাজার হাজার সদস্য। এছাড়া দেশ বিদেশী মুসল্লিদের সেবায় সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন ধর্মপ্রতিমন্ত্রী এড.শেখ মো. আব্দুল্লাহ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জহদি আহসান রাসেল, গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম।
নিরাপত্তার বিষয়ে গাজীপুর মেট্টোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন জানান, আগত লাখ লাখ মুসল্লির নিরাপত্তায় পুলিশ, র্যাব, গোয়েন্দাসহ যৌথ বাহিনীর প্রায় ১০ হাজার সদস্য ৫ স্তরে ভাগ হয়ে সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। পুলিশের পক্ষ থেকে ১৫টি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে ১০টি ওয়াচ টাওয়ার স্থাপন, ১১টি চেকপোস্ট, হেলিকপ্টার ওঠানামার জন্য দুটি পয়েন্টে হ্যালিপ্যাড এর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। থাকছে পুরো ময়দানজুড়ে সিসিটিভি, আর্চওয়ে, মেটাল ডিটেক্টর। খিত্তায় খিত্তায় নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে। সার্বিক নিরাপত্তায় এবার ইজতেমায় ৯ হাজার পুলিশ সদস্য কাজ করছে।
নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর পাঁচটি নিয়ন্ত্রণ কেন্দ্র চালু থাকবে। এসব নিরাপত্তা ব্যবস্থা মনিটরিংয়ের জন্য একটি প্রধান কন্ট্রোল রুম ও ৮টি সাব কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। এছাড়াও ইজতেমা মাঠসহ আশপাশের কোথায় কী হচ্ছে না হচ্ছে তা ল্যাপটপ ও কম্পিউটারের স্ক্রিনে সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।
বিডি প্রতিদিন/ফারজানা