৫ ঘণ্টা পর মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে রবিবার (১২ জানুয়ারি) ভোর ৫টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
শিমুলিয়া ঘাটের ম্যারিন মোহাম্মদ আলী জানান, ঘন কুয়াশার কারণে শনিবার দিবাগত রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। রবিবার ভোর ৫টার দিকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু হয়। বন্ধের সময় চারটি ফেরি মাঝ পদ্মায় আটকা পড়েছিল।
জানা গেছে, ফেরি চালুর পর লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে তিন শতাধিক গাড়ি পারের অপেক্ষায় আছে।
বিডি প্রতিদিন/হিমেল