একাত্তরের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে বিকল্পধারা বাংলাদেশ।
আজ বুধবার বিকল্পধারার প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী এবং মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপি’র পক্ষে বিকল্পধারার কেন্দ্রীয় সহ-সভাপতি মো. মহসিন চৌধুরীর নেতৃত্বে সকাল ১১টায় জাতীয় স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবধারার সভাপতি আসাদুজ্জামান বাচ্চু, বিকল্পধারার সহ-দফতর সম্পাদক আমিনুল ইসলাম বুলু, ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি ড. আবু নোমান, যুবধারার সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম শিহাব, শ্রমজীবীধারার সহ-সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক প্রমুখ।
বিডি প্রতিদিন/আবু জাফর