১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতাকে স্মরণ করে সারা দেশে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। শ্রদ্ধা নিবেদন, সভা, আলোকচিত্র প্রদর্শন, বিক্ষোভ, মানববন্ধনের মাধ্যমে এ দিবসটি পালিত হয়েছে। এসব কর্মসূচিতে অংশগ্রহণকারীরা, মুক্তিযুদ্ধে বর্বরতা চালানোর জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাকিস্তান হাই কমিশন অভিমুখে প্রতিবাদ মিছিল করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। ভারত বাংলাদেশ সম্প্রতি সংসদ পুলিশ প্লাজা থেকে গুলশান এভিনিও অভিমুখে বাইসাইকেল শোভাযাত্রা করে। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
শহীদ বুদ্ধিজীবী দিবসে নারায়ণগঞ্জে শ্রমিক লীগ শহীদ মিনার থেকে প্রেস ক্লাব অভিমুখে মিছিল করেছে। খুলনায় বাংলাদেশ সোশ্যাল অ্যাক্টিভিস্ট ফোরাম শোভাযাত্রা করেছে। এতে ৫০ জন বাইকার অংশ নেন। একই ব্যানারে কর্মসূচি পালিত হয়েছে রাজশাহী, বেনাপোল, সাতক্ষীরা ও পটুখালীতেও। এতে বহু মানুষ অংশ নেন।
শহীদ বুদ্ধিজীবী দিবসে সিলেটে শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে সিলেট স্বাধীনতা ফোরাম। এতে সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল হেলাল সভাপতিত্ব করেন। লিয়েন অব হিউম্যান রাইট ফাউন্ডেশন সিলেটে বাইসাইকেল শোভাযাত্রা করেছে। এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মুক্তিযুদ্ধে বর্বরতার দায়ে অভিযুক্ত পাকিস্তানি সেনাবাহিনীর সংশ্লিষ্টদের শাস্তি দাবি করেন। শহীদ বুদ্ধিজীবী দিবস পালনে কুমিল্লায় জিরো পয়েন্টে মানবন্ধন ও মুক্ত আলোচনা সভা করেছে প্রজন্ম ৭১ (বরুড়া উপজেলা চ্যাপ্টার)।
বিডি প্রতিদিন/ফারজানা