দেশে ১-২টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে চলতি জানুয়ারিতে। বলা হচ্ছে, এর মধ্যে একটি তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে। যার ফলে দেশের কোথাও কোথাও তাপমাত্রা নেমে আসতে পারে ৪-৬ ডিগ্রি সেলসিয়াসে। আজ সোমবার অধিদপ্তর আবহাওয়ার একমাস মেয়াদি পূর্বাভাসে এমনইটা জানিয়েছে।
সাধারণত বড় এলাকা জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে চলে এলে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। আর ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে এলে তাকে মাঝারি এবং সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়। সেই হিসাবে তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/শফিক