দেশের ১২৫টি উদ্যোগকে ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড দিলো বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। রবিবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল শনিবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর উদ্যোগকে সম্মানিত করা হয়। অ্যাওয়ার্ড অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।
পঞ্চম বারের মতো আয়োজিত এই সম্মাননা অনুষ্ঠানের সমাপনী আয়োজনে দেশের ৫ শতাধিক ডিজিটাল মার্কেটিং উদ্যোগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডের চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারীদের বাছাই করতে নেয়া হয়েছিল ব্যাপক প্রস্তুতি। এতে অংশগ্রহণকারীদের কাছ থেকে ডিজিটাল মার্কেটিং-এর বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা প্রতিষ্ঠানগুলোকের উদ্যোগগুলো অংশ নেয়ার সুযোগ দেয়া হয়েছিল। এবছর প্রাথমিক আবেদন জমা পড়ে এক হাজারেও বেশি। সেখান থেকে নয়টি জুড়ি বোর্ডের বিচারে ৪৭৪ ডিজিটাল মার্কেটিং উদ্যোগ বাছাই করা হয়। সেখান থেকে ১২৫টি মার্কেটিং উদ্যোগকে নয়টি পর্বের বিচার শেষে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।
বিডি-প্রতিদিন/শফিক