বিএনপি ঘোষিত ১০ দফা ও যুগপৎ আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে আগামী ১১ জানুয়ারি অবস্থান কর্মসূচির ঘোষণা করেছে জাতীয়তাবাদী সমমনা জোট। ওইদিন বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করবে ১১টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত এ জোট।
শুক্রবার (৩০ ডিসেম্বর) যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গণমিছিলের আগে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি ঘোষণা করেন জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।
এ সময় তিনি বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে বিএনপি ঘোষিত ১০ দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আমরা আজ গণমিছিল করবো। আমাদের এ জোট জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবে।
বিডি প্রতিদিন/হিমেল