বসুন্ধরা গ্রুপ পেশাদার ফুটবল লিগের ১১তম রাউন্ড মাঠে গড়িয়েছে। দুই ম্যাচে পুরো পয়েন্ট সংগ্রহ করেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ও বাংলাদেশ পুলিশ এফসি। গতকাল মুন্সিগঞ্জ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রহমতগঞ্জ ২-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারায়। বিজয়ী দলের তানভীর ও বোয়াটেং ১টি করে গোল করেন। এ জয়ে ১১ ম্যাচে রহমতগঞ্জ ১৮ ও চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট তিনেই থাকল। এদিকে গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে পুলিশ ৩-০ গোলে ফকিরেরপুলকে পরাজিত করে।
বিজয়ী দলের বাবলু ২ ও দীপক ১টি করে গোল করেন। ১১ ম্যাচে ১৭ পয়েন্টে পুলিশ পাঁচে উঠে এলো। ৯ পয়েন্টে ইয়ংমেন্সের অবস্থান আটেই রইল।