ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে শিরোপা লড়াই এখন তুঙ্গে। মোহামেডান ও আবাহনী যৌথভাবে শীর্ষে অবস্থান করছে। তবে সাদা-কালোর দল অধিনায়ক মনোনয়নে ব্যতিক্রম এক রেকর্ড গড়ছে। এক লিগে মোহামেডানে তিন অধিনায়কের দেখা মিলবে। তামিম ইকবাল ছিলেন নিয়মিত অধিনায়ক। তার অসুস্থতার বদলে নেতৃত্ব পান তাওহিদ হৃদয়। সাসপেন্ড থাকায় তিনি সুপার লিগে প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না। এবার অধিনায়ক হয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ।
এক লিগে তিন অধিনায়কের ঘটনা এটাই প্রথম। দেখা যাক একাধিকবার নেতৃত্ব বদলে মোহামেডান শেষ হাসি হাসে কি না?