ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতলেই বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত হয়ে যেত বাংলাদেশের মেয়েদের। জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুর দিকে বড় ধরনের ধাক্কার পরও লড়াকু স্কোর করেছিলেন নিগার সুলতানারা। তবে শেষ পর্যন্ত আর কুল রক্ষা করতে পারেননি মেয়েরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ উইকেটে হেরে গেছে তারা। প্রথমে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান করে। জবাবে ৪৬ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ২২৮ রান করে জয় তুলে নেয় ক্যারিবিয়ান মেয়েরা।
এ পরাজয়ে অপেক্ষা বাড়ল বাংলাদেশের। বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করার জন্য সামনের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই নিগারদের। কাল পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। গতকালের পরাজয়েও বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার দৌড়ে ভালোভাবেই টিকে আছে দলটা। চার ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ৬ পয়েন্ট। সমান ম্যাচে স্কটল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪ পয়েন্ট করে। পরের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ খেলবে থাইল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচে জিতলেই বিপদ বাড়বে বাংলাদেশের। অবশ্য আশার দিক হলো, রানরেটে বাংলাদেশ অনেক এগিয়ে (+১.০৩৩)। ওয়েস্ট ইন্ডিজের রানরেট -০.২৮৩। ক্যারিবীয়রা খুব বড় ব্যবধানে না জিতলে রানরেটে বাংলাদেশের মেয়েরাই এগিয়ে থাকবে। বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার পথে সবচেয়ে এগিয়ে পাকিস্তান। গত রাতে থাইল্যান্ডের বিপক্ষে জয় পেয়ে থাকলে তাদের চূড়ান্ত পর্ব নিশ্চিত হয়ে গেছে। পরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হারলেও পাকিস্তানের সমস্যা নেই। গত বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর সুখস্মৃতি আছে নিগার সুলতানাদের। আরও একবার পাকিস্তানকে হারিয়েই চূড়ান্ত পর্ব নিশ্চিত করতে পারে তারা!
গতকাল লাহোরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন শারমিন আক্তার। এ ছাড়াও ফারজানা হক ৪২, নাহিদা আক্তার ২৫, রাবেয়া খান ২৩ ও রিতু মণি ১৫ রান করেন। অতিরিক্ত থেকেই বাংলাদেশ পায় ২৪ রান। গতকাল অধিনায়ক নিগার সুলতানার ব্যাট থেকে আসে মাত্র ৫ রান। তবে আগের তিনটি ম্যাচেই দুর্দান্ত ব্যাটিং করেছেন নিগার (১০১, ৫১ ও ৮৩ রান)। বাংলাদেশের ইনিংসে ক্যারিবীয় বোলার আলিয়াহ অ্যালেইন ৯ ওভার বোলিং করে ৩৯ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। এ ছাড়াও ২টি করে উইকেট শিকার করেন হেইলি ম্যাথুস ও অ্যাফি ফ্লেচার।
অল্প পুঁজি নিয়ে বোলিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের মেয়েদের। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওপেন করেন কিয়ানা জোসেফ ও জায়দা জেমস। জায়দা ৯ রান করে সাজঘরে ফিরলে আশা জাগে বাংলাদেশের। তবে কিয়ানা ৩১ ও শিমেন ক্যাম্পবেল ২৪ রান করে সেই আশা ফিকে করে দেন। এরপর স্টেফানি টেইলর ৩৬ ও হেইলি ম্যাথুস ৩৩ রান করে ক্যারিবীয়দের জয়ের পথে তুলে দেন। শেষ দিকে ৪৮ বলে ৫১ রান করে দলকে জয় এনে দেন ক্যারিবীয় ব্যাটার চিনেল হেনরি। তিনি ৫টি চারের পাশাপাশি ২টি ছক্কাও হাঁকান। এ ছাড়াও সাবিকা গজনবী ২০ ও আলিয়াহ ১১ রান করেন। ৪ উইকেট শিকারের পাশাপাশি ১১ রান করে ম্যাচসেরা হন আলিয়াহ অ্যালেইন। বাংলাদেশের পক্ষে মারুফা ২টি উইকেট শিকার করেন ৩৮ রানে। এ ছাড়াও ১টি করে উইকেট নেন জান্নাতুল, নাহিদা, রাবেয়া, ফাহিমা এবং রিতু মণি। বাংলাদেশের সামনে এখন সহজ হিসাব হলো, পাকিস্তানের বিপক্ষে জয়। একটি জয়ই নিগারদের পৌঁছে দেবে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে। এ ছাড়াও আরও একটা হিসাব আছে। ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ড নিজেদের পরের ম্যাচে হারলে বাংলাদেশের চূড়ান্ত পর্ব নিশ্চিত হবে। আজ স্কটিশরা নিজেদের শেষ ম্যাচে খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। ওয়েস্ট ইন্ডিজের পরের ম্যাচ থাইল্যান্ডের বিপক্ষে।
স্কোর কার্ড
বাংলাদেশ ইনিংস : ২২৭/৯, ৫০ ওভার
ওয়েস্ট ইন্ডিজ ইনিংস : ২২৮/৭, ৪৬ ওভার
ফল : ওয়েস্ট ইন্ডিজ ৩ উইকেটে জয়ী
ম্যাচসেরা : আলিয়াহ অ্যালেইন